স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আলহাজ্ব ওমর ফারুক ও কেন্দ্রী আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক সোহেল পারভেজের সাথে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা: এনামুর রহমানের পথচলার ভালোবাসার দুই যুগ পূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাভারে শুক্রবার সকাল ১১:০০ টায় আলহাজ্ব ওমর ফারুক ও সোহেল পারভেজের নেতৃত্বে কয়েক হাজার ভক্তদের উপস্থিতিতে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে আনন্দ ঘন পরিবেশে মুখরিত ছিল উক্ত অনুষ্ঠানটি ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য ঢাকা-১৯ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা মার্কায় মনোনীত প্রার্থী ডা: এনামুর রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন রফিকুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি হাজী আব্দুল আহাদ আলী ,এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক রওশন আক্তার চৌধুরী, লে. কর্ণেল ডা: কানিজ ফাতেমা (অব.), ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক মাসুদ খান রানা, ঢাকা জেলা উত্তরের ছাত্রলীগের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির, ঢাকা জেলা উত্তর তাঁতীলীগের সভাপতি হাজী মোবারক হোসেন খোকন সহ বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
ডা: এনামুর রহমান পাঁচটি বছর সাভার ও আশুলিয়ায় ব্যাপক উন্নয়ন, ভালো কাজ, মানুষের সাথে ভালো ব্যবহার, উন্নয়নের ধারাবাহিকতায় সকলের সাথে যেমন সুসম্পর্ক রেখেছে ঠিক তেমনি দুই যুগ ধরে ভালোবাসার সম্পর্ক অটুট ছিল আলহাজ্ব ওমর ফারুক ও সোহেল পারভেজের সাথে। আজ সেই ব্যাক্তি শুধু বাংলাদেশে নয় চিকিৎসা সেবায় আন্তর্জাতিকভোবে খ্যাতি অর্জন করেছেন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও বিজয়ী হয়ে সাভার ও আশুলিয়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারে সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে সকলকে এক সাথে কাজ করতে হবে সেই উপলক্ষে আজকের এই আয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে ডা: এনাম বলেন, বাংলাদেশ মানে শেখ হাসিনা আর শেখ হাসিনা মানে বাংলাদেশ। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে যে স্বপ্ন দেখেছিলেন তা আজ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার যোগ্য নের্তৃত্বে বাংলাদেশ আজ সোনার বাংলায় পরিনত হয়েছে। আজ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়েছে। শেখ হাসিনা একজন সফল রাষ্ট নায়ক, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সহ সকল উন্নয়মূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য পুনরায় বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
##নিউজটি বেশি করে শেয়ার করুন**