স্টাফ রিপোর্টার: আজ শুক্রবার সাভার ও আশুলিয়ায় বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে ব্যাপক গণসংযোগ করেছেন ঢাকা-১৯ আসনের সাভার থেকে মনোনয়ন প্রত্যাশী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ নাসিম পাভেল।
তিনি সকালে বিশাল গাড়ির বহরে বিভিন্ন পোষ্টার, ফেষ্টুন ও জাতীয় পতাকা নিয়ে সাভারের প্রধান সড়ক প্রদক্ষিন করে ডিইপিজেড এলাকায় গিয়ে পথসভা করেন। পরে আশুলিয়া প্রেসক্লাবে গিয়ে আরেকটি পথসভার মাধ্যমে দিনের কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করেন।
গণসংযোগের সময় তার সাথে সাভারের বিভিন্ন স্তরের আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভা ও র্যালীর সময় সাভার আশুলিয়ার মানুষের কাছে বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে নৌকার জন্য ভোট প্রার্থনা করেন তিনি। এ সময় বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও সাফল্যের কথা তুলে ধরেন ঢাকা -১৯ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আবু আহমেদ নাসিম পাভেল।