অনলাইন ডেস্ক :সম্প্রতি একটি টিভি টক শোতে হাজির হয়েছিলেন জনপ্রিয় পরিচালক করণ জোহর। সেখানে নিজের পছন্দের নারী, যৌনতা নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। টকশোর এক পর্যায়ে করিনার বিষয়টিও উঠে আসে।বলিউড পরিচালক করণ জোহরের সঙ্গে করিনা কাপুরের বন্ধুত্বের কথা কম বেশি সবাই জানতেন। তবে তাদের বন্ধুত্ব যে এতোটা গভীর ছিল তা হয়তো অনেকেই জানতেন না।কারিনাপুত্র তৈমুর এবং রুহিকে নিয়ে প্রশ্ন করলে উত্তরে করণ বলেন, করিনাপুত্র তৈমুরকে রুহি ‘দাদা’ বলে ডাকুক। তিনি তা কখনও চান না। তৈমুর এবং রুহি যাতে ভবিষ্যতে ‘ডেটিং’ করে সেটাই তার মনের ইচ্ছা।যদি কখনও বিয়ে করতেন তাহলে কে হতেন তার জীবনসঙ্গী? এমন প্রশ্নের উত্তর স্পষ্টভাবে দেন করণ। তিনি বলেন, যদি কখনও বিয়ের পিঁড়িতে বসতেন, তাহলে করিনাকেই বিয়ে করতেন।
